ভ্যালেন্টাইন’স ডে নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দেওয়া হল । ভ্যালেন্টাইন’স ডে পালন করলেই গলা কাটার মতো ভয়াবহ এই পরিণতি হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মসুলে ধারাল অস্ত্রে একটি লাল রঙের টেডি বিয়ারের গলা কেটে দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইনস ডে’কে বলা হয়েছে ‘সিন ডে’ বা পাপদিবস। আর সেই দিবস পালন করলেই গলা কেটে নেওয়া হবে। Valentines Day News in Bangla.

ভ্যালেন্টাইনস ডে নিয়ে এই ধরনের ফতোয়া নতুন নয়। বজরঙ দল, শিব সেনার মত সংগঠনও ভারতে এই ধরনেরে ফতোয়া জারি করেছিল। যেখানে তারা ভারতীয় সংস্কৃতির পাশ্চাত্যমুখীন হওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বজরঙ দলের ওড়িশা ইউনিট সতর্কবার্তা দিয়ে বলেছিল, পার্কে ওইদিন কোন ছেলে ও মেয়েকে একসঙ্গে দেখা গেলেই জোর করে তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে। ছত্তিসগড় সরকার এই ১৪ ফেব্রুয়ারি দিনটাকে ‘পেরেন্ট ডে’ হিসেবে পালন করার নির্দেশও দেয়। Crazy Rules For Valentines Day News.
অন্যদিকে, সোমবার পাকিস্তানে আদালতের নির্দেশে বাতিল হল ভ্যালেন্টাইনস ডে পালন। পাকিস্তানে প্রকাশ্যে ও সরকারি অফিসে পালন করা যাবে না ভালবাসার দিন। সোমবার এই নির্দেশ জারি করেছে ইসলামাবাদ হাইকোর্ট। পাক সংবাদমাধ্যমে ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত কোনও কিছু প্রকাশ বা সম্প্রচার করা যাবে না। সুত্র: ইন্টারনেট।
Tags: crazy news about valentines day, funny valentines day, punishment for valentines day, valentines day features, valentines day romance, valentines day story in bangla, valentines day topic, valentines day worldwide.
No comments:
Post a Comment