Breaking News
recent

পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ Valentines Day in Pakistan

পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করা হলো !!

পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট প্রকাশ্যে বেহায়াপনা বন্ধ করতে ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন নিষিদ্ধ করেছে। ভ্যালেন্টাইন্স ডে’র একদিন আগে আজ দেশটির বিচারপতি শওকাত আজিজ এ নির্দেশ দেন। Forbidden Valentines Day in Pakistan.

আব্দুল ওয়াহিদ নামে এক নাগরিকের দাখিল করা পিটিশনের শুনানি শেষে দেশটির হাইকোর্ট এই আদেশ দিলেন।
তিনি আবেদনে আদালতকে বলেন, মূলধারার মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যালেন্টাইন্স ডে সংক্রান্ত প্রচারণা ইসলামী জীবনবিধান বিরোধী এবং এসব দ্রুত নিষিদ্ধ করা উচিৎ। Pakistani Rules for Forbidden Valentines Day.
দেশটির সকল সরকারি অফিসকেও এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। Forbidden Valentines Day for Muslims
সংবাদ সূত্রে জানা যায়, শুনানিতে তিনি ফেডারেল মিনিস্ট্রি অব ইনফরমেশন, পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এবং ইসলামাবাদ হাইকমিশনকে আদালতের আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে কি না- তার প্রতিবেদন দিতে বলেছেন।
একই সঙ্গে দেশের সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে সংক্রান্ত সব ধরনের প্রচারণা, সংবাদ ও ফিচার প্রকাশ বন্ধ করতে।মুসলীম দেশ হিসাবে পাকিস্তানের এই উদ্যেগকে ধর্মপ্রান মুসলমানেরা স্বাগত জানিয়েছে। সুত্র: ইন্টারনেট।

Tags: valentines day bangladesh, valentines day for muslims, valentines day latest news, valentines day law, valentines day pakistan, valentines day rules for muslims, valentines day songs, valentines day video, what is valentines day.

No comments:

Post a Comment

Powered by Blogger.