জেনে নিন ব্রণের দাগ দূর করার কিছু উপায়...!
বয়স বা কাল ভেদে নয়, ব্রণের সমস্যায় আমরা সবাই কমবেশি ভুগে থাকি। সাধারণত ত্বকের তৈলগ্রন্থি বা ওয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণের সমস্যা হয়। ত্বকের উজ্জ্বলতা আর সৌন্দর্য নষ্ট করতে ব্রণ অনেকাংশেই দায়ি। তবে খুব সহজেই ব্রণের সমস্যা দূর করা যায়। শুনে অবাক হচ্ছেন?
জেনে নিন ঘরোয়া উপায়ে ব্রণের দাগ দূর করার কিছু উপায় :-

* সমপরিমাণ কাঁচা হলুদ ও চন্দন কাঠের গুঁড়া একসঙ্গে নিয়ে পরিমাণমতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এরপর পেস্টটি আক্রান্ত জায়গায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিলেই হল।
* জয়ফল, মধু ও দুধ সমপরিমাণে নিয়ে পেস্ট তৈরি করে নিন। রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে রাখতে হবে। সকালে উঠে মুখ ধুয়ে নিন। মাত্র ক’দিনেই পাবেন কাঙ্ক্ষিত ফল।
* রাতে ঘুমানোর আগে ডিমের সাদা অংশ ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন।
* ব্রণ দূর করতে তুলসি পাতার রস খুব উপকারী। আক্রান্ত স্থানে লাগানোর পর শুকিয়ে এলে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে।
* আপেল এবং মধু ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ব্যবহার করতে পারেন সপ্তাহে ৫ থেকে ৬ বার। এক সপ্তাহ পরে পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন।
No comments:
Post a Comment