একেই হয়তো বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ, বড় বোন প্রসব ব্যথায় কাতরাচ্ছেন, আর সেলফি তোলায় মগ্ন ছোট বোন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
এল পাসোর ক্যাট আর্মেনদারিজ নামের এক নারী গেল ২ জুলাই ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন। প্রচুর মানুষের নজর কাড়তে সক্ষম হয় ছবিটা। আর তার কারণ তিনি যেখানে ছবিটা তুলেছেন। ওই নারীর তোলা সেলফিতে দেখা যাচ্ছে ঠিক তারই পেছনেই প্রসব বেদনায় কাতরাচ্ছেন তারই বোন।
পাঁচ সন্তানের মা আর্মেনদারিজ বেশ হাসি মুখেই সেলফিটা তুলেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন বলছেন, যাক এবার অন্তত আমি মা হচ্ছি না। ছবিটা পোস্ট করার পর অনেকেই আর্মেনদারিজের সমালোচনা করেছেন। তবে সমালোচকদের উদ্দেশে আর্মেনদারিজ বলেছেন, তার বোন খোদ কিমর্বালিই মনে করছেন ছবিটা মজার।
Tags: সেলফি নিউজ,সেলফি তোলা,ফানি সেলফি,আজব সেলফি,হট সেলফি,মেয়েদের সেলফি,সুন্দরী মেয়েদের সেলফী,যুবতী মেয়েদের সেসলফি,বাংলাদেশী মেয়েদের সেলফি,Selfinews,desi selfi photo,hot girl selfi,bd girl selfi pictures,sexy girl selfi photos,funny selfies,crazy selfi photos,selfi stories.
No comments:
Post a Comment