Breaking News
recent

৪০ মিনিটেই আবার হবেন কুমারী - Virgin Girl Health Tips

কিভাবে মাত্র ৪০  মিনিটেই ফিরে পাবেন কুমারীত্ব..!

এখন সর্ব অবস্থায় মাত্র ৪০ মিনিটের একটি অপারেশনেই যে কোনো নারী তার কুমারীত্ব (ভার্জিনিটি) ফিরে পেতে পারেন বলে দাবি করেছেন ভারতের কলকাতার প্লাস্টিক সার্জনরা।

Virgin Girl Health Tips
ওই চিকিৎসকরা জানিয়েছেন, ‘ভার্জিনিটি’ হারিয়ে ফেলা বলতে আমরা বুঝি, হাইমেন বা সতীচ্ছদ ছিঁড়ে যাওয়া। এই অপারেশনে যোনির এক ইঞ্চি ভিতরে হাইমেনের মত একটি পাতলা আবরণ তৈরি করে দেওয়া হয়। এইটি তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং কোনো ক্ষত চিহ্নও থাকে না। শুধু অপারেশনের পরে কয়েক সপ্তাহ কোনো ধরনের শরীরচর্চা করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে। ‘

এছাড়া তারা বছরে প্রায় ৫০টি এই ধরনের অপারেশন করছেন। দেশের অন্যত্রও একই চিত্র। দাবি ওই সার্জনদের।

চিকিৎসকরা জানান, অনেক সময়ে শারীরিক পরিশ্রম, অতিরিক্ত শরীরচর্চা বা নাচের মতো কারণেও হাইমেন ছিঁড়ে যেতে পারে। যদিও এটি খুব জটিল অস্ত্রোপচার নয়, তবে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনকে দিয়েই এই অপারেশন করানো উচিত বলে মনে করেন চিকিৎসকরা।

তবে একান্তই প্রয়োজন না হলে এই অস্ত্রোপচার না করাই ভালো বলেও পরামর্শ ওই চিকিৎসকরা।


Tags: কুমারীত্ব ফিরে পাওয়ার উপায়, ভার্জিনিটি,ভার্জিনিটি ফিরে পাওয়ার উপায়, কিভাবে ভার্জিনিটি ফিরে পাওয়া যায়,Kumaritto paoar upay, Kumaritto fire paoar upay, How to get back virginity.

No comments:

Post a Comment

Powered by Blogger.