Breaking News
recent

পরীক্ষার পর পর্দায় ফিরবেন দীঘি BD Actress Dighi

বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি দীর্ঘদিন চলচ্চিত্র ও বিজ্ঞাপন থেকে আলাদা আছেন। ২০১২ সালে ‘দ্য স্পিড’ ছবিটিই ছিল দীঘির সর্বশেষ অভিনীত ছবি। তবে কোথায় এখন দীঘি?

মাধ্যমিক পরীক্ষার্থী দীঘি, আগামী সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি। বর্তমানে পড়ালেখা নিয়েই ব্যস্ত আছেন। দীঘি বলেন, ‘অনেক চাপের মুখে আছি, আগামী বছর আমি এসএসসি পরীক্ষা দেব। তাই চাপটা একটু বেশি। প্রাইভেট, ক্লাস, কোচিং করতে করতে কখন সময় কেটে যায় বুঝতেই পারি না। আবার পরীক্ষার কথা মনে হলে, মনে হয় দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে।’


পরীক্ষা দেওয়ার পর চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে দীঘির। প্রস্তাব আসলেও এখনও কাজ করেন আন তবে ইচ্ছে প্রকাশ করে দীঘি বলেন, ‘সব সময়ই অভিনয় করার জন্য বলেন সবাই, আমার কাছে যত অফার আসে তার চেয়ে বাবার (অভিনেতা সুব্রত বড়ুয়া) কাছে বেশি আসে, বাবাকে প্রায়ই দেখি মোবাইলে না করছেন, যে আমি এখন অভিনয় করব না। পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আমি বাবার কাছে গিয়ে জানতে চাই কে ফোন করেছিল, কী ধরনের গল্প। বাবা তখন মাথায় হাত দিয়ে বলেন, এখন নয়, আগে এসএসসি পাস করো, পরে চিন্তা করা যাবে।’

দীঘির মা প্রয়াত নায়িকা দোয়েলের ইচ্ছে ছিল মেয়ে চিকিৎসক হবে। তবে চিকিৎসক হতে ভয় পান দীঘি। ভয় পেলেও মায়ের ইচ্ছে পূরণের দিকেই এগিয়ে যাচ্ছেন তিনি। এই নিয়ে কথা বললেন দীঘি। তিনি বলেন, ‘মায়ের শেষ ইচ্ছে আমি ডাক্তার হবো, সেই লক্ষ্য নিয়ে পড়াশোনা করে যাচ্ছি, প্রফেশন কোনটা হবে তা বলা মুশকিল। তবে ডাক্তার হতে ভয় করে।’

কিন্তু চিকিৎসক হওয়াকে ভয় কেন পান দীঘি এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আসলে ডাক্তার হতে গেলে অনেক বেশি পড়াশোনা করতে হয়, তারচেয়ে বড় বিষয় চারদিকে যেভাবে দুর্ঘটনা ও বীভৎস ঘটনা ঘটে, তখনই মনে হয় সব কিছুই ডাক্তারের কাছে আসবে। আমি ডাক্তার হয়ে এসব বীভৎস চেহারাকে সামলাতে পারবো না মনে হয়, ভয় লাগে। সব সময় মনে হয় সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ রাখেন, সবার যেন স্বাভাবিক মৃত্যু হয়।’

পড়ালেখা ঠিকঠাক রেখে অভিনয় করতে চান দীঘি। দীঘি বলেন, ‘আমি তো অভিনয় শিল্পী, এটা আমার রক্তে আছে। যেখানেই যাই আমাকে সবাই ভালোবাসে, সেটি অভিনয়ের জন্যই। তবে আমি আগে পড়াশোনাটা শেষ করতে চাই। কারণ একজন অভিনয় শিল্পীরও পড়াশোনার দরকার আছে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, দীঘি সর্বপ্রথম একটি বিজ্ঞপন দিয়ে ইন্ডাস্ট্রিতে পা দেন। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলী ওয়ালা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্রেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর আরো দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পুরস্কৃত হন।

Tags: দিঘি,দীঘি,দিঘীর নতুন ছবি,Dighi bangla films,Dighi Younger photo,Bangladeshi actress dighi new films.

No comments:

Post a Comment

Powered by Blogger.