‘মার ছক্কা’ ছবির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের আলোচিত এই হিরো আলম এই সিনেমাতে একটু ভিন্ন রূপে থাকবেন। দ্রুতই সিনেমাটি সিনেমাহলে মুক্তি পাবে বলে জানা গেছে।

এই নিয়ে হিরো আলম বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। সত্যিই আমি প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাসের কাছে কৃতজ্ঞ আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন।’
সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি, আশা করি দর্শকদের ভালো লাগবে।’
জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে নির্মিত ‘মার ছক্কা’ সিনেমাতে হিরো আলম ছাড়াও অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা প্রাবন, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে, অন্যান্য।
Tags: Hero Alom Mar Sokka,Hero Alom Video,Hero Alom Shooting,Hero Alom music video,Hero Alom romantic song,Hero Alom action scene, হিরো আলমের গান,হিরো আলম,হিরো আলমের নাচ,হিরো আলমের মুটিং,হিরো আলমের ভিডিও,হিরো আলমের ছবি,হিরো আলমের মুভি,মার ছক্কা হিরো আলম.
No comments:
Post a Comment