Breaking News
recent

১ মিনিটেই দূর করুন খুশকি Khushki Dur Korar Upai

জেনে নিন ১ মিনিটে চিরতরে খুশকি দূর করার উপায়..!

শীতকালে শুষ্ক মৌসুমে আমাদের চুল ও ত্বক রুক্ষ হয়ে পড়ে, দেখা দেয় খুশকি সমস্যা। এতে চুল উজ্জ্বলতা হারায়, মলিন দেখায় আপনাকে। রুক্ষ চুলের সমাধান করতে প্রতিদিন তো আর পার্লারে যাওয়া যায় না। এতে সময় ও অর্থের ব্যয় হয়, তারপরও স্থায়ী সমাধান মেলে না।

Khushki Dur Korar Upai
তাই বলে চুলের যত্ন নেবেন না তাতো হয় না। এ নিয়ে চিন্তার কিছু নেই, কিছু পদ্ধতি মানলে আপনি চাইলে ঘরে বসেই চুলের খুশকি তাড়াতে পারবেন!

আসুন তাহলে জেনে নিই কীভাবে ঘরে বসে এক মিনিটে খুশকি চিরতরে বিদায় করবেন!

নিম্নে কিছু নিরাপদ উপায় আলোচনা করা হল :

* প্রথমে চুল ভিজিয়ে নিন। এরপর এক টেবিল চামুচ খাবার সোডা নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসেজ করুন। এক মিনিট পর ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন।

তবে খেয়াল রাখবেন এভাবে চুল ধোয়ার সময় বা পরে কখনও শ্যাম্পু ব্যবহার করবেন না।

* বড় দুই চামুচ পাঁতি লেবুর রস ভালো করে চুলের গোড়ার স্তরে লাগিয়ে নিন। এর কিছুক্ষণ পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া বড় এক কাপ পানি নিয়ে তার মধ্যে বড় এক টেবিল চামুচ পাঁতি লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই পানি দিয়েই পুরো চুল ধুয়ে ফেলুন।

এই পদ্ধতি ব্যবহারের প্রথম দিকে আপনার চুল হয়ে উঠতে পারে শুষ্ক। কিন্তু চিন্তার কোনও কারণ নেই, এতে আপনার চুলের গোড়া থেকেই প্রাকৃতিকভাবে তেল উৎপন্ন হবে। আপনি নিজেই অনুভব করতে পারবেন খুশকি কমে গেছে।



Tags: খুশকি দূর করার উপায়, চিরতরে খুশকি দূর করার উপায়, কিভাবে চিরতরে খুশকি দূর করা যায়, Khushki dur korar upay, Chirotore khushki dur korar upay, Dandruff removing.

No comments:

Post a Comment

Powered by Blogger.