Breaking News
recent

পুরুষের মনের কথা জেনে নিন - Pursh Manusher Gopon Kotha

জেনে নিন পুরুষের মনের কথা জানার উপায়...!

মনের কথা কে না জানতে চায, একজন পুরুষের মনে কী চলছে সেটা চাইলেই খুব সহজে কিন্তু বোঝা যায় না। কারণ নিজেদের আবেগ চেপে রাখার দক্ষতা যথেষ্ট পরিমাণে রয়েছে একজন পুরুষের ভেতর। তবে যখন একজন পুরুষের জীবনে পছন্দের কেউ চলে আসেন, তখন খোলা মনে তারা নিজেদের আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন। সেই পছন্দের মানুষের কাছে সহজেই নিজেদের মনের কথা বলে ফেলেন তারা। তাই পুরুষ সঙ্গীর মনের কথা জানার জন্য আপনাকে শুধু তার কাছাকাছি যেতে হবে। কিন্তু কীভাবে একজন পুরুষের কাছাকাছি যাবেন তার জন্য রইল কিছু পরামর্শ:-

Pursh Manusher Gopon Kotha
১। মাঝে মধ্যেই তিনি আপনার পোশাকের প্রশংসা করে থাকেন। তাহলে সেটা অবশ্যই মনে রেখে দেবেন। পরে একদিন সেটাই পরবেন আর তাঁকে প্রশংসা করার কথাটি মনে করিয়ে দেবেন। এতে তার‌ মনে হবে, আপনি তাঁর পছন্দকে গুরুত্ব দিচ্ছেন।

২। মাঝে মধ্যে তার পছন্দের খাবার রান্না করে তাকে চমকেও দেবেন। কারণ অনেকসময় পুরুষরাও চান তাদের যেন কেউ খেয়াল রাখে। ঠিক যেমন তারা নিজেদের পছন্দের মানুষের খেয়াল রাখেন।

৩। তিনি যখনই আপনার জন্য কিছু করবেন, সেটার প্রশংসা করুন। যাতে তিনি মনে করেন আপনার জীবনে তাঁর অনেক মূল্য রয়েছে।

৪। যে কোনও প্রয়োজনে তার কাছ থেকে সাহায্য বা উপদেশ চাইতে পারেন। এর ফলে তার মনে হবে যে, তার যে কোনও উপদেশের মূল্য আপনার কাছে রয়েছে।

৫। তাকে সবসময় অতিরিক্ত সময় দিন। এর ফলে তার নিজেকে আপনার কাছে স্পেশাল মনে হবে।


Tags: পুরুষের মনের কথা জানার উপায়, কিভাবে মনের কথা জানা যায়, Moner kotha janar upay, Purusher moner kotha kivabe jana jay, How to read mind a male person, Mind read.

No comments:

Post a Comment

Powered by Blogger.