Breaking News
recent

কলেজ লাইফের সেক্স হতে সাবধান ! Warning for College Life Sex

কলেজের জীবন মানেই অবাধ স্বাধীনতা। বন্ধু-বান্ধবীর ছড়াছড়ি। যখন তখন যার-তার বাড়িতে পার্টি, সঙ্গীকে আরও কাছে পাওয়ার আর্তি। আর এই সময়েই ছেলে ও মেয়েদের মধ্যে প্রেমে পড়ার ও ঘনিষ্ঠ হওয়ার ঘটনা ঘটে সবথেকে বেশি। বিশেষজ্ঞদের মতে, এই সময় না চাইতেও বা ভালবাসা ঠিক করে বুঝে ওঠার আগেই অনেকেই সম্পর্ককে শয্যায় নিয়ে চলে যান। আর এর ফলেই বাড়ছে অল্পবয়সীদের মধ্যে প্রেগনেন্ট হওয়ার আশঙ্কা।


রিলেশন এক্সপার্টরা বলছেন, এই সময় সেক্স নিয়ে আগুপিছু না ভেবেই অনেক টিনএজাররা কন্ডোম ছাড়াই মেতে ওঠেন উদ্দামতায়। আর এখানেই ঘাঁটি গাড়ে বিপদ। না চাইতেও গর্ভবতী হয়ে পড়েন ছাত্রীরা। গত কয়েক বছরে কলেজ গোয়ার্সের মধ্যে বেড়েছে প্রেগনেন্ট হওয়ার শতকরা কয়েক গুণ। জন্ম নেয় ডিপ্রেশন, হয়রানি।

তাই বিশেষজ্ঞদের মতে, নেহাত ভাল লাগা বা হুক আপ রিলেশনকে শয্যায় টেনে না নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর একান্ত সম্পর্কে জড়িয়ে পড়লে মিলনের সময় নিরোধ ব্যবহারই বুদ্ধিমানের কাজ।

Tags: কলেজের জীবন,কলেজ লাইফ,কলেজের মেয়ে,কলেজের প্রেম,কলেজ গার্ল,কলেজ পড়ুয়া,কলেজ টিচার,College girl,College age,College life romance,college girl scandal,college girl mms,desi college girl.

No comments:

Post a Comment

Powered by Blogger.