Breaking News
recent

রোগীদের জন্য দরকার লাল মাংস Rugider Health Tips in Bangla

Rugider Health Tips in Bangla
রোগীদেরকে লাল মাংস খাওয়াবেন যেভাবে..!

প্রথমে আমাদের জানতে হবে রেড মিট কাকে বলে? সাধারণত গরু, খাসি, মহিষ, ভেড়ার মাংসকে লাল মাংস বা রেড মিট বলা হয়। এর মধ্যে মায়োগ্লোবিন নামক উপাদান বেশি থাকার কারণে মাংস লাল হয়। এই মাংসে উচ্চ মাত্রার চর্বি ও কোলেস্টেরল থাকার কারণে খাওয়ার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যায়। তাই রোগীদের ক্ষেত্রে খুব সতর্ক হয়ে মাংস খাওয়া প্রয়োজন। Rugider Health Tips in Bangla Read Online now.


রোগীদের জন্য লাল মাংস খাওয়ার বিষয়ে কিছু পরামর্শ  :

* একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে ১০০ গ্রাম লাল মাংস খেতে পারেন।

* যাদের পাকস্থলীতে আলসার রয়েছে, লাল মাংস তাঁদের রোগ বাড়িয়ে দেয়। তাঁরা প্রোটিনের বিকল্প উৎসের দিকেই অধিক মনোযোগী হবেন।

* কিডনি ফেইলিউরের রোগীদের জন্য প্রতিদিন বরাদ্দ প্রোটিনের পরিমাণ ৩০ গ্রাম। যাঁরা ডায়ালাইসিস করেন, তারা ৭০ গ্রাম করে খেতে পারবেন। সাধারণত কিডনির রোগীদের লাল মাংস এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই লাল মাংস খাবেন কি না, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।

* যাদের অপারেশন হয়েছে বা শরীরের কোনো গভীর ক্ষত রয়েছে, তারা প্রতিদিন ১০০ গ্রামের বেশি লাল মাংস খেতে পারবেন। তবে চিকিৎসকের পরামর্শ নেবেন তার আগে।

* গাউট বা গেটে বাতের রোগীরা লাল মাংস খাবেন না। লাল মাংস রক্তে ইউরিক এসিডের মাত্রা বাড়িয়ে দেবে।

* যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপে ভুগছেন বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন, তারা লাল মাংস যথাসম্ভব কম খাবেন।
প্রোটিনের জন্য তারা মাছ-মুরগির মাংস প্রভৃতি বিকল্প উৎসের দিকে মনোযোগী হবেন।

* লিভারের রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাল মাংস খাবেন।

Tags: রোগীর জন্য খাবার, রোগীকে কি ধরণের মাংস খাওয়ানো দরকার, রোগীকে কিভাবে মাংস খাওয়াতে হবে, Rugir jonno khabar, Rugir ki dhoroner gosh khaoano dorkar, Lal mangsho kivabe khaoate hobe.

No comments:

Post a Comment

Powered by Blogger.