Read Story of First Love
যেভাবে শুরু হয় প্রথম প্রেম...!
যেভাবে শুরু হয় প্রথম প্রেম...!
জন্মের পর কাল ক্রমে মানুষের জীবন যাপনের ধারার পরিবর্তন হয়।বয়ঃসন্ধির পরে কৈশোর এবং যৌবনের
মাঝামাঝি সময়ে ছেলে-মেয়েদের ভেতর রোমান্টিক অনুভূতির সৃষ্টি হয় । এর কারণ সম্পূর্ণ মনস্তাত্ত্বিক । এসময়ে অধিকাংশ ছেলে মেয়েদের
মনে খুব তীব্র এবং গভীর ভালোবাসার অনুভূতির
সৃষ্টি হয় । Bangla Story of First Love

সাধারণ ভাবেই এই অনুভূতির
চাপে ছেলে মেয়েরা প্রেম
করে এবং পরবর্তীতে বিয়ে করে । যদি প্রেমের
সম্পর্ক কেবল মাত্র শরীর ভিত্তিক হয়ে দাঁড়ায়
তবে সেটি স্বচ্চ প্রেম থাকেনা ।
তবে মনোস্তাত্ত্বিকদের মতে প্রেম
ভালোবাসার ভেতর দেহজ অনুভূতির
সূষ্টি হওয়াটা স্বাভাবিক। প্রথম প্রেম ছেলে-
মেয়েদের ভেতর তীব্র আকর্ষণের সৃষ্টি করে যার
ফলে একে অন্যকে তীব্র ভাবে অনূভব করে । First love story in Bangla. এই
অনুভূতীর প্রকাশ ঘটে চুমুতে স্পর্শে অথবা সঙ্গম
বহির্ভূত যৌনতার ভেতর দিয়ে। এই
সময়ে সাধারণভাবে ছেলে মেয়েদের
দুশ্চিন্তা বৃদ্ধি পায় এবং তারা কিছু
পরিমানে বিষণ্ন হয়ে পড়ে। এটিও আবেগজনিত
মানসিক কারণে সংঘটিত হয়।সূত্রঃ প্রফেসর
ডাঃ মোহাম্মদ ফিরোজ
Tags: প্রথম প্রেম, কিভাবে শুরু হয় প্রথম প্রেম, ছেলে মেয়েদের প্রথম প্রেম, Kivabe shuru hoy prothom prem, Sele meyeder prothom prem, First love.
No comments:
Post a Comment