Breaking News
recent

আগের দুই বিয়ের কথা ফাস Media Abar Tolpar

Media Abar Tolpar
আগের দুই বিয়ের কথা ফাস 

গোপন সূত্রে জানা যায় মাহি প্রথম বিয়ে হয় ২০০৯ সালে। বর ছিলেন পলাশ। উত্তরা বাসা থেকে টাংগাইলে পালিয়ে এই বিয়ে হয়েছিল। মাহীর ঘনিষ্টজন জানিয়েছেন এমন তথ্য। সূত্র আরো জানিয়েছে, পলাশের মা মাহিকে দিয়ে অনৈতিক কাজের প্রস্তার দেওয়ার এই বিয়ে ভেঙ্গে যায় বছরের মাথায়। ২০১১ সালে মাহি-পলাশের ডিভোর্স হয়।


এরপর ২০১৫ সালে মাহি বিয়ে হয় শাওন নামের তার আরেক বন্ধুর সঙ্গে। এটা মাহির দ্বিতীয় বিয়ে । মাহি জাজ মাল্টিমিডিয়া থেকে বের হয়ে যাবার পরপরেই শাওনের সাথে বিয়ে হয় তার। প্রেমও পরিনয়ের ছিল এই বিয়ে ছিল এটা। ঢাকার দক্ষিণ বাড্ডায় এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলে জানাগছে। কঠিন গোপনীয়তা রক্ষা করায় মিডিয়া সে বিয়ের টের পায়নি। কিন্তু বিধির বাম সেই বিয়ে এক বছরের মাথায় ভেঙ্গে যায়। চলতি বছরের মার্চ মাসে এই বিয়ে ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটে।

জানাগছে অপুর (বর্তমান মাহির স্বামী) সাথে মাহির অবৈধ সম্পর্কের জের ধরেই ভাঙে মাহির ২য় সংসার। শাওনের সাথে বিবাহবর্তীকালীন সময়ে মাহি মিথ্যা কথা বলে অপুকে নিয়ে এক সপ্তাহের জন্য ব্যাংককে যায়। শাওন তা জানতে পাড়ায় মাহি শাওনকে ডিভোর্স দেয়।এসময় মাহির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মৌ আর মাহির ফ্রেন্ড আসিফ ও শিবলী উপস্থিত ছিলেন। সেই ডিভোর্সের কাগজ অবশ্য এখনো শাওন পায় নি!

কিন্তু এতোসব কিছু আড়ালে রেখে আবার তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি! ১২ই মে ২০১৬ বিয়ের পিঁড়িতে বসেন । ব্যবসায়ী অপুর সাথে পারিবারিকভাবেই এই বিয়ে হয়। এ বিয়েতেও গোপনীয়তা রক্ষা করার চেষ্টায় ব্যর্থ হয়ে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ২৬ মে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন।

এতে সাংবাদিকসহ দুই পরিবারের সদস্যরা উপস্তিত ছিলেন। তবে বিয়ের অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ঠ কেউ উপস্থিত ছিল না।

মাহির একাধিক বিয়ে নিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয় ফেসবুকে প্রকাশিত মাহির কয়েকটি ছবি। এসব ছবি দেখে আঁতকে ওঠেন ফিল্মপাড়ার লোকজন। কেউ কেউ দাবি করেন যে, এগুলো ছিল মাহির বিয়ের ছবি। কিন্তু মাহি নিজে এসব বিষয়ে মুখ না খোলায় বেগবান হতে থাকে গুঞ্জনটি। রীতিমতো ভাইরাল হয়ে ওঠে এসব ছবি।

অবশেষে এ নিয়ে মাহি মুখ খুললেন । আজ শনিবার ছবিগুলোকে ফেক বলে দাবি করলেন মাহি। মাহি বলেন, “ফেসবুকে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মূলত এগুলো ছিল আমার একটি শ্যুটিংকালীন ছবির দৃশ্য। আর শাওন ওই সময় মজা করে আমার সঙ্গে এসব ছবি ক্যামেরাবন্দি করে। কিন্তু মানুষ ভুল বুঝে আমার সম্পর্কে নানা মন্তব্য ছুঁড়ছেন। তাদেরকে আশ্বস্ত করতে চাই ছবিগুলো সম্পূর্ণ ফেক। এছাড়া এ বিষয় নিয়ে নতুন করে ঘাটাঘাটি করতে চাই না।

তবে সাইবার ক্রাইম আইনে ইতোমধ্যে মামলা করেছেন বলে জানান মাহি। তিনি বলেন, “আইসিটি অ্যাক্ট অনুযায়ী মামলার প্রাথমিক কাজ সম্পন্ন করেছি। যারা ফেসবুকে এসব ছবি ছড়িয়েছেন এবং আমার বিরুদ্ধে নেতিবাচক খবর প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।”

Tags: নাইকা মাহির আগের বিয়ের কথা ফাস, নাইকা মাহির গোপান বাংলা খবর, মাহি কয় বিয়ে করেছেন, Naika mahir ager biyer kotha fash, Naika mahir gopon bangla khobor, Mahi koy biye koresen.

No comments:

Post a Comment

Powered by Blogger.