Breaking News
recent

শাহরুখের জন্মদিনে সুহানার সঙ্গে ঘটে গেল Shahrukh Khaner And Suhana

Shahrukh Khaner And Suhana
বাবা শাহরুখের জন্মদিনের পার্টিতে সুহানার সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা....!

সব কিছু ঠিক ছিল, শাহরুখের ছেলে-মেয়েরাও হাজির ছিলেন বাবার জন্মদিনের পার্টিতে। স্ত্রী গৌরী ও মেয়ে সুহানাই অতিথি আপ্যায়নের দায়িত্বে ছিলেন। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে সুহানা। তবে আঘাত গুরুতর নয়।


মধ্যরাতে শাহরুখ বলিউডের বন্ধু ও সহশিল্পীদের একসঙ্গে নিয়ে কেক কাটেন। সকলে মিলে পার্টি করার পরে মধ্যরাতে বাইক নিয়ে বের হন শাহরুখ। সঙ্গে ছিলেন দীপিকা, সিদ্ধার্থ, আলিয়া ও শাহরুখের ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা।
জানা গিয়েছে, তিনটি বাইক নিয়ে বেরিয়েছিলেন শাহরুখ। তাঁর বাইকের পিছনে বসেন দীপিকা। সিদ্ধার্থ ও আলিয়া আর একটিতে। এবং আরিয়ান ও সুহানা অন্য বাইকে ছিল। রাস্তায় বাইক চালানোর সময় আরিয়ান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেজন্যই তার বাইকের পিছনে বসা সুহানা পড়ে গিয়ে পায়ে চোট পায়। তবে সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

Tags: বলিউড নিউজ, বলিউড বাংলা নিউজ, বাংলা খবর, সিনেমার খবর, শাহরুখ খানের নতুন খবর, সুহানা, Bollywood bangla news, Bangla khobor, Chinemar khobor, Shahrukh khaner notun khobor.

No comments:

Post a Comment

Powered by Blogger.