Sunny Leone Latest
বোনের বিয়েতে সানি লিওন এখন কানাডায়...!
বোনের বিয়েতে সানি লিওন এখন কানাডায়...!
নিজের কাজে সবসময় দেশের বিভিন্ন স্থানে থাকলেও বোনের বিয়েতে এই মূহুর্তে কানাডায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পর্নস্টার খ্যাত সানি লিয়ন। সেখান থেকে ভক্তদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিচ্ছেন ছবি, ভিডিও।

কেরিয়ার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সানি লিয়ন। তবুও বোনের বিয়েতে হাজির থাকতে তিনি কানাডায় গেছেন। আর সেখান থেকেই বিয়েবাড়ির বিভিন্ন মুহূর্তের আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও ছবি শেয়ার করছেন, কখনও বা ভিডিও।
ডিজাইনার অর্চনা কোছারের দুটি বিশেষ পোশাক এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন সানি। সেই পোশাক পরে ওয়েব দুনিয়ায় ছবি দিয়েছেন তিনি। কানাডা যাওয়ার আগে সংবাদ সংস্থাকে সানি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, আমার এই কাকা আর বোনের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। আমি খুব ভাল সময় কাটিয়েছি ওদের সঙ্গে। এবার ওর বিয়ে। এই অনুষ্ঠানটা একেবারেই মিস করতে পারব না।’
বোনের বিয়েতে যোগ দিতে একাই কানাডা গিয়েছেন সানি। তার মেয়ে নিশাকে দেখাশোনার জন্য মুম্বাইয়ে রয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।
Tags: সানি লিওনের বোনোর বিয়ে, সানি লিওনের নতুন নতুন বাংলা খবর, সানি লিওনের গড়ম খবর, Sunny leoner boner biye, Sunny leoner notun notun bangla news, Sunny leoner hot news.
No comments:
Post a Comment