Google Pixel will Rewards You for Showing any Faults on GPixel |
গুগলে পিক্সেলে কোন ত্রটি পেলে আপনাকে পুরস্ক্রিত করা হবে।
হ্যা বন্ধুরা, টাইটেলে যা দেখেছেন তা কিন্ত সত্যি। আপনিও কিন্ত জিততে পারেন লাখো ডলার। গুগলের তৈরী তৈরি পিক্সেল ফোনে ত্রুটি খুঁজে দিয়ে আপনি নিতে পারেন লাখ লাখ ডলার যারা পুরস্কার দেবে স্বয়ং গুগল। এ জন্য নিজেদের ‘বাগ বাউন্টি’ প্রগ্রামে পুরস্কারের পরিমাণও বৃদ্ধি করেছে তারা। এ প্রগ্রামের আওতায় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে থাকা কোনো নিরাপত্তা ত্রটির বা তথ্য ফাঁস হওয়ার আশঙ্কার কথা গুগলকে জানালেই দুই লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ ডলার পর্যন্ত উপহার মিলবে।
ত্রটির গুরুত্ব যত বেশি হবে আপনার পুরস্কারের মূল্যও তত বেড়ে যাবে। যেকোনো ব্যক্তি যতবার খুশি এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় পিক্সেল ফোনকে নিরাপদ করতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে গুগল পিক্সেল।
Mam please visit my site than you can realized
ReplyDeleteMy site is abhinandan647.blogspot.com
ReplyDelete