Breaking News
recent

Xiaomi Technology Will Complete Charge Your Phone in 17 Minutes

Xiaomi Technology Will Complete Charge Your Phone in 17 Minutes |
শাওমীর নতুন চার্জার - মাত্র ১৭ মিনিটে হবে ফুল চার্জ !!

যদিও স্মার্টফোনগুলি দ্রুত চার্জ করার প্রযুক্তি অনেক পূর্বেই চলে এসেছে। তবে এত দ্রুত স্মার্টফোনের ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যাবে, তা আগে কেউ কখনও ভাবেনি। ফোন চার্জে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন ফুরিয়ে এল। এখন মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ mAh ব্যাটারি! কারণ খুব শীঘ্রই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে শাওমি। 
সম্প্রতি এক সম্মেলনে শাওমি ইঙ্গিত দিয়েছেন, যে আনুমানিক আগামী বছরের (২০২০) শুরুতেই বাজারে চলে আসবে শাওমীর 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তিসহ স্মার্টফোন। মনে করা হচ্ছে, শাওমির এম আই মিক্স ফোর ফোনে প্রথম এই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি সংস্থা। তবে চীনে আপাতত রেডমি কে ৩০ ফাইভ জি লঞ্চের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে শাওমি।
আরও এক তথ্যে জানা গিয়েছে, কেবল শাওমি নয়, ২০২০ সালের শুরুতে Super Charge Turbo চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভিভোর এর একটি স্মার্টফোনেও। আগামী বছর 120w Super Charge Turbo চার্জিং প্রযুক্তিসহ বাজারে আসতে চলেছে ভিভোর স্মার্টফোনটিও।
জানা গিয়েছে, ভিভোর ওই নির্দিষ্ট মডেলের ফোনটির ৪,০০০ mAh ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ১৩ মিনিট।

No comments:

Post a Comment

Powered by Blogger.